[This article is available in two languages: Bengali and English. To read it in English, scroll down this page.]
কীভাবে একটি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ লিখতে হয়
(পর্ব ১)
বেশীরভাগ ছাত্র/ছাত্রীদের গবেষণার হাতেখড়ি ঘটে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে; মূলত স্নাতক পর্যায়ের থিসিসের দ্বারা। থিসিসের সময়টিতে একজন সুপারভাইজারের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে হয়। দেখা যায়, অনেক সময় একটি সুর্নিদিষ্ট বিষয়ে গবেষণার নাম শুনলেই জ্বর উঠে যাওয়ার মত অবস্থা হয়ে যায় যেহেতু এর আগে এমন একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা সংক্রান্ত কাজ করা হয় নি অথবা সুযোগ হয়ে উঠে না।
কিন্তু যদি একটু ভালভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন আপনারা সবাই কিন্তু গবেষণার সাথে যুক্ত সেই স্কুলজীবন থেকেই, যখন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞানের মত বিষয়গুলো নিয়ে স্কুলের ল্যাবরেটরিতে শিক্ষকরা হাতে কলমে কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয় তা শিখিয়ে দিত। এরপর যখন কলেজে উঠলেন, তখনও কিন্তু আরেকটু বড় পরিসরে এইসব বিষয়গুলো নিয়েই শিক্ষকরা প্রায় সপ্তাহেই ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট শেখাতো এবং নিজেদেরকেও সেগুলো হাতে-কলমে করতে দিয়ে আপনাদের সাথে আরো পরিচয় করিয়ে দিত, এতে আপনারা নিজেরাও পরীক্ষাগুলোর সাথে পরিচিত হয়ে পরীক্ষণ করতে পারতেন।
স্কুল-কলেজ অধ্যায় শেষে যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন তখনো কিন্তু প্রতি সেমিস্টারেই ল্যাব ক্লাসে নতুন নতুন বিষয়ে এক্সপেরিমেন্ট করা, সেগুলোর ফলাফল পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করা, রিপোর্ট আকারে শিক্ষকদের কাছে জমা দেয়া, এই বিষয়গুলো করতেই হয়।
তাহলে এবার আপনিই দেখুন, আপনি আসলে গবেষণার সাথে কত আগে থেকেই জড়িত এবং সুপরিচিত। কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা যেহেতু কিছুটা বড় পরিসরে, একটি নির্দিষ্ট টপিক নিয়ে বিশদভাবে পরীক্ষা, নিরীক্ষা, পর্যালোচনা ও গবেষণা করা হয় এবং প্রায় সবারই চিন্তা থাকে যে, কিভাবে শুরু করবো? দুনিয়ায় অযুত-নিযুত বিষয় থেকে কিভাবে একটি টপিক সিলেক্ট করবো? একটি টপিক সিলেক্ট করলেও এখন কাজ কিভাবে শুরু করা যায়? এর জন্যে কি কি যন্ত্রপাতি (টুলস) ব্যবহার করা লাগবে? কিভাবে এই এক্সপেরিমেন্টকে একটি সাইন্টিফিক পেপারে রুপান্তর করবো? কোন অংশটা আগে লেখবো, কোনটা পড়ে? এমন হাজারো প্রশ্ন, সাথে আতংক!!!
সেজন্যেই রিসার্চ স্কুল এবারে স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা নিয়ে “গবেষণা প্রবন্ধ কি, বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ কি, একটি ভাল মানের গবেষণা প্রবন্ধের বৈশিষ্ট্য, উন্নত মানের গবেষণা প্রবন্ধের গঠন এবং প্রতিটি অংশ নিয়ে বিশদ আলোচনা, বৈজ্ঞানিক পেপার লেখার পদ্ধতি, প্রয়োজনীয় টুলস, বৈজ্ঞানিক কাজ সংরক্ষণ এবং একজন নবীন গবেষকের বৈশিষ্ট্য” – একটি পুরো সিরিজ আকারে আলোচনা করবে, যা বেশ কয়েকটি পর্বে বিভক্ত থাকবে। প্রতিটি পর্বই বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই পড়ার ব্যবস্থা থাকবে।
প্রতিটি পর্বের আপডেট আমাদের ফেসবুক পেজ ও লিংকড-ইন পেজে পাবেন। সাথে চোখ রাখুন রিসার্চ স্কুলের ওয়েবসাইট এ৷
আপনার যেকোনো প্রশ্ন আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানান, আশা করি স্বল্প সময়েই উত্তর পেয়ে যাবেন।
English Version:
Most students commence their research at the university’s undergraduate level, mainly through an undergraduate thesis. At the time of the thesis, a specific subject has to be researched under the supervision of a supervisor. Therefore, many individuals become excited when they hear about research on a particular topic since no research has been done on it previously or there has been no opportunity.
But if you think about it deeply, you will see that all of you have been involved in research since the school days, when the teachers in the school laboratory taught you how to do lab experiments with hands-on subjects like physics, chemistry, biology. Then when you got to college, even then, on a larger scale, the teachers would teach you various experiments in the lab almost every week and introduce you to them by letting them do it directly so that you could familiarize yourself with the experiments and perform them by yourself.
After completing the school-college chapter, you entered the university, doing experiments with new subjects in the lab class every semester, observing and monitoring the results, and submitting them to the teachers as reports- these things have to be done.
Now you see, you have been involved in research for a long time, and it’s well known to you. But since undergraduate or postgraduate level research is done on a somewhat larger scale, a specific topic is examined, monitored, reviewed, and researched in detail, and almost everyone is wondering how to start? How do I select a topic from tens of millions of topics in the world? Even if you choose a topic, how can you start working on it? What tools do you need to use for this? How do you convert this experiment into a scientific paper? Which part will I write first, which one later? Thousands of such questions, with panic!!!
That is why the Research school will now focus on undergraduate/postgraduate research in “What is a research paper, what is a scientific research paper, the characteristics of a good quality research paper, the structure of well-written research paper and detailed discussion of each part, scientific paper writing method, necessary tools, preservation of scientific work and the characteristics of a novice researcher” will be discussed in a whole series, which will be divided into several parts. Each part will be available in both Bengali and English.
You will find updates on each part on our Facebook page and LinkedIn. Also, keep an eye on the Research school‘s website.
If you have any questions, then let us know in the comment box below; we hope you’ll get an answer shortly.